স্বাগতম dairy.idfbd.org তে । আমরা একটি অনলাইন মার্কেটপ্লেস এবং এর সাথে সম্পর্কিত সাব ডোমেইন,সাইট,মোবাইল অ্যাপ পরিষেবা এবং অন্যান্য টুল সম্পর্কিত পরিষেবা Sustainable Enterprise Project(SEP) নিয়ন্ত্রন করে dairy.idfbd.org এর ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এতদ্বারা শর্তাবলী স্বীকার করেন এবং প্রতিনিধিত্ব করেন যে আপনি শর্তাবলী সমূহ মেনে চলতে সম্মতি দিচ্ছেন ।এই চুক্তিটি আপনার ওয়েবসাইট ব্যবহারের ফলে কার্যকর বলে বিবেচিত হয়।আপনি যদি ওয়েবসাইট ব্যবহারকারী হয়ে চুক্তির দ্বারা আবদ্ধ হতে সম্মত না হন তবে অনুগ্রহ করে এই সাইটে প্রবেশ,নিবন্ধন বা ব্যবহার থেকে বিরত থাকুন। এই ওয়েবসাইটটি Sustainable Enterprise Project(SEP) এর মালিকাধীন এবং এর দ্বারা পরিচালিত। ওয়েবসাইটটি কোন পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলীর কিছু অংশ পরিবর্তন ,সংশোধন এবং কোন শর্ত সংযোজন বা অপসারণ করার অধিকার সংরক্ষণ করে।আপডেটের জন্য নিয়মিত শর্তাবলী চেক করুন ।ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে শর্তাবলীতে পরিবর্তন পোস্ট করার পরে ওয়েবসাইটে আপনার ক্রমাগত ব্যবহারের মাধ্যমে পরিবর্তিত শর্তের ওপর আপনার সম্মতি জ্ঞাপন করে ।
১। আপনার একাউন্ট -
প্লাটফর্মের দ্বারা প্রদত্ত নির্দিষ্ট পরিষেবাগুলোর অ্যাক্সেস পেতে হলে আমাদের সাথে একটি একাউন্ট তৈরী করুন,একাউন্টি সম্পূর্ণ করতে আপনার কিছু ব্যাক্তিগত তথ্য আমাদের প্রয়োজন। আমরা যে কোন সময় আমাদের পরম বিবেচনার ভিত্তিতে কোন কারণ বা পূর্ব নোটিশ না দিয়েই ব্যবহারকারীর নাম অথবা পাসয়ার্ড বাতিল করতে পারি। সেই সাথে সম্পর্কিত সৃষ্ট কোন ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।ব্যবহারকারী শনাক্তকরন,পাসওয়ার্ড,একাউন্টের বিবরণ এবং ব্যাক্তিগত সম্পর্কিত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি দায়ী।আপনি সম্মত হন এবং নিশ্চিত করুন আপনার একাউন্ট এবং এর সম্পর্কিত সকল তথ্য সুরক্ষিতভাবে রক্ষনাবেক্ষন করা হয়েছে এবং আপনার একাউন্টের অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাতে হবে যদি আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায় বা আপনার পাসওয়ার্ড বিনা অনুমতিতে ব্যবহার করা হচ্ছে। আপনি স্বীকার এবং সম্মতি করছেন যে প্রদত্ত সাইটটি সম্পর্কিত পরিষেবাগুলোর ব্যবহার আপনার একাউন্ট সম্পর্কিত সকল তথ্য,ডেটা বা যোগাযোগের তথ্য আপনার দ্বারা অনুমোদিত ।আপনি ওয়েবসাইটের যে কোন অ্যাক্সেস আমাদের সাইটের দ্বারা প্রদত্ত যে কোন পরিষেবার ব্যবহার দ্বারা আবদ্ধ হতে সম্মত হন।আপনি সম্মতি দিচ্ছেন যে আমরা আপনার অ্যাক্সেস একাউন্টে কাজ করার অধিকার রাখি (কিন্তু বাধ্য নই)।আপনি সম্মতি দিচ্ছেন এবং স্বীকার করছেন আপনার একাউন্টের মাধ্যমে বা একাউন্ট থেকে উদ্ভুত সমস্ত ক্ষতির জন্য আমাদের সম্পূর্ণ্রুপে ক্ষতিপূরণ দিতে সম্মত হন।অনুগ্রহ করে নিশ্চিত করুন আপনি আমদের যে সকল তথ্য প্রদান করেছেন তা সম্পূর্ণ এবং সর্বদা সঠিক।আপনি অনলাইনে আপনার একাউন্ট এ্যাক্সেস করে আপনার সম্পর্কে রিয়েল টাইমে তথ্য আপডেট করতে বাধ্য। তথ্যের জন্য আপনি সাইটে আপনার একাউন্ট এ্যাক্সেস করে আপডেট করতে পারবে না।এই পরিবর্তনগুলিতে আপনাকে সহায়তা করার জন্য আপনাকে অবশ্যই আমদের গ্রাহক পরিষেবা চ্যানেলের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের জানাতে হবে।আমরা কোন পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যে কোন সময় সাইটে এ্যাক্সেস প্রতাখ্যান,একাউন্ট বন্ধ করা,সামগ্রী অপ সারণ বা সম্পাদনা করার অধিকার সংরক্ষন করে।আমাদের একক এবং পরম বিবেচনার ভিত্তিতে অনুরোধ করতে পারি আপনার ব্যাক্তিগত তথ্য আপডেট করুন অবিলম্বে কোন পূর্ব নোটিশ না দিয়েই একাউন্ট বাতিল করা হবে এর ফলে আপনার দ্বারা সৃষ্ট কোন ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।আপনি আপনার একাউন্টের পাসয়ার্ড পরিবর্তন করতে এবং আপনার একাউন্টকে সুরক্ষিত রাখতে সম্মত হন এবং আপনার একাউন্টের গোপনীয়তার জন্যও দায়ী থাকবেন এবং আপনার একাউন্ট অপব্যবহারকারী ব্যবহারের জন্য দায়ী থাকবেন।আপনি সময়ে সময়ে আপনার পাসয়ার্ড পরিবর্তন করতে এবং আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে সম্মত হন এবং আপনার একাউন্টের গোপনীয়তা এবং আপনার একাউন্টের ব্যবহারকারীর ব্যবহারের জন্য দায়ী থাকবেন।
২। গোপনীয়তা
অনুগ্রহ করে আমাদের চুক্তি পর্যালোচনা করুন যা সাইটে আপনার পরিদর্শনকেও নিয়ন্ত্রন করে।গোপনীয়তার চুক্তি এবং প্রযোজ্য আইন বিধান অনুসারে আপনার দ্বারা আমাদের কাছে দেওয়া ব্যাক্তিগত তথ্য কঠোরভাবে গোপনীয় হিসেবে বিবেচিত হবে।আপনার যদি গোপনীয়তার চুক্তির উল্লেখিত পদ্ধতিতে আপনার তথ্য স্নানান্তর বা ব্যবহার করা নিয়ে আপত্তি থাকে তবে আপনি সাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন ।
৩। যোগাযোগের মাধ্যম-
আপনি সম্মত হন এবং স্বীকার করেন যে সাইটটি একটি অনলাইন প্লাটফর্ম যা আপনাকে আপনার পছন্দের একটি অর্থপ্রদানের পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যে কোন স্থান থেকে যে কোন সময় এতে তালিকাভুক্ত পণ্যের নির্দেশিত মূল্য পণ্য ক্রয় করতে সক্ষম।আপনি আরো সম্মতি দিচ্ছেন যে আমরা কেনবেচা সুবিধাদানকারী প্রতিষ্ঠান এবং আমরা গ্রাহকের লেনদেনের সাথে সম্পর্কিত কারণ সেটি Payment Getway দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৪। সাইটের উপলদ্ধতা-
আমরা সব্বোর্চ চেষ্টা করব আমাদের ওয়েবসাইট ধারাবাহিকভাবে এবং নিরবিচ্ছন্ন ও ত্রুটি মুক্ত সেবা দিতে।ইন্টারনেটের সমস্যা অথবা ওয়েবসাইটের সমস্যার কারণে আমরা অনেক সময় আমাদের সেবা নিশ্চিত করতে পারি না।কোন পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই ওয়েসাইটে আপনার এ্যাক্সেস মাঝে মাঝে স্থগিত বা সীমাবদ্ধ করা হতে পারে কারণ আমদের ওয়েবসাইটে মেরামত রক্ষনাবেক্ষন কিংবা নতুন সুবিধা বা পরিষেবা সংযোজনের লক্ষ্যে আমরা এই ধরনের স্থগিতাদেশ বা নিষেধাঞ্জার সময়কাল সীমিত করার চেষ্টা করব ।
৫। সাইট আক্সেস
আমাদের ওয়েবসাইটে আক্সেস করার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে আপনি আইনগত বাধ্যতামূলক চুক্তি গঠন করেছেন।আমাদের ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনাকে একটি অ-হস্তান্তর যোগ্য,প্রত্যাহার যোগ্য এবং অ-এক্সক্লুসিভ লাইসেন্স প্রদান করি।বর্ণিত শর্তাবলীর অধীনে ওয়েবসাইটে বিক্রি করার জন্য তালিকাভুক্ত আইটেম বা পরিষেবাগুলো শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যে।আমাদের অনুমতি ব্যতীত তৃতীয় পক্ষের সাথে ব্যাণিজিক ব্যবহার নিষিদ্ধ।আপনি যদি ব্যবসায়িক সত্তা হিসেবে নিবন্ধন করেন তবে আপনি প্রতিনিধিত্ব করেন যে আপনার এ্যাক্সেসে সেই সত্তাটি ব্যবহারকারী চুক্তিতে আবদ্ধ করার ক্ষমতা রয়েছে এবং আপনি ব্যবসায়িক সত্তা অনলাইন ট্রেডিং সম্পর্কিত সকল প্রযোজ্য আইন মেনে চলবে।কোন ব্যাক্তি বা ব্যবসায়িক সত্তা একাধিকবার সাইটের সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবে না।শর্তাবলীর লঙ্ঘনের কারণে আপনাকে কোন পূর্ব নোটিশ ছাড়াই আনুচ্ছেদে দেওয়া লাইসেন্স থেকে প্রত্যাহার করা হবে।আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো বিক্রেতা কতৃক সংগৃহীত।বিক্রেতার পণ্যের মূল্য,স্টক,বৈশিষ্ট্য ও পণ্যের অন্যান্য বিবরণ ওয়েবসাইটে প্রকাশ করার দায়িত্ব বিক্রেতাদের এবং ইহা আমাদের কোন দায়িত্ব নয়।বিক্রেতার দ্বারা ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বা পোস্ট Sustainable Enterprise Project(SEP) কে প্রতিনিধিত্ব করে না।আমরা আপনাকে একটি সীমিত লাইসেন্স প্রদান করে থাকি তবে ওয়েবসাইটের কোন বিষইয়বস্তু অসৎ উপায়ে পরিবর্তন করার আধিকার রাখে না।
আপনি সম্মতি দিচ্ছেন যে নিচের তালিকাভুক্ত ক্রিয়াকলাপ গুলো সম্পাদন না করার অঙ্গীকার করেন। অন্যথায় আপনার একাউন্ট পরিষেবা ও আমাদের সাথে বিদ্যমান সম্পর্ক সম্মপূর্ণ বাতিল হয়ে যাবে।
১-ওয়েবসাইটে অন্যের একাউন্ট ব্যবহার করার ফলে ।
২-অবৈধ উদ্দেশ্য ওয়েবসাইট ব্যবহার করিলে।
৩-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অবৈধ বিবেচত বলে নিষিদ্ধ পণ্য ওয়েবসাইটে প্রকাশ করলে।
৪-প্ল্যাটফর্ম পরিষেবার সাথে সংযুক্ত সিস্টেম বা অনুমোদিত এ্যাক্সেস ব্যাহত করার চেষ্টা করলে।
৬। আপনার আচরণ
আপনাকে অবশ্যই বৈধ উদ্দেশ্যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে।আপনি অবশ্যই ওয়েবসাইটটি এমন কোন উপায়ে ব্যবহার করবেন না যার কারণে সাইটিতে এ্যাক্সেস ক্ষতিগ্রস্ত হয়।ওয়েবসাইটে কঠোরভাবে নিষিদ্ধ শর্তগুলো
অযৌক্তিক বা অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করা।